ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘বন্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘বন্যা’ আশ্রয়কেন্দ্রে নবজাতক কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে একটি আশ্রয়কেন্দ্রে কন্যাশিশুর জন্ম হয়েছে। এই খবর শুনে জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছে উপহার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপহার নিয়ে আশ্রয়কেন্দ্রে যান এবং উপস্থিত সবার অনুরোধে শিশুটির নাম রেখে দেন।

তিনি নাম রাখেন - বন্যা।

শুক্রবার (০৫ জুলাই) বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুটির জন্ম হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও রয়েছেন। আশ্রয়কেন্দ্রে ওই প্রসূতির সন্তানের জন্ম দেন। এটা আমাদের জন্য আবেগের বিষয় হয়ে ওঠে। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নতুন অতিথির জন্য উপহারসামগ্রী নিয়ে যাই। তখন সবার অনুরোধে নবজাতকের একটি সুন্দর নাম রেখে দিয়েছি, ‘আশফিয়া জান্নাত বন্যা’।    

তিনি বলেন, মা ও নবজাতকের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকসহ মাকে ফ্লোর থেকে তুলে শুকনো জায়গায় তোলা হয়েছে। নবজাতকের জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে আনা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকেও তাদের প্রতি খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।