ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন ২৮৭ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন ২৮৭ রোহিঙ্গা

কক্সবাজার: ক্যাম্প থেকে বাইরে পালানোর সময় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ ২৮৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত থেকে বুধবার (৬ এপ্রিল) দুপুর দেড়টা পর্যন্ত পুলিশ এসব রোহিঙ্গাদের উদ্ধার করে।

এর মধ্যে রয়েছেন টেকনাফের ৭৯ জন ও উখিয়া ২০৮ জন রোহিঙ্গা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বাংলানিউজকে বলেন, উখিয়া স্টেশন এলাকার আশপাশে অভিযান চালিয়ে বুধবার ২০৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।  

অন্যদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, টেকনাফের বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ ৭৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আমরা যতটুকু জানতে পেরেছি, কিছু রোহিঙ্গা ভিন দেশে পাড়ি জমানোর জন্য এবং কিছু রোহিঙ্গা কাজের সন্ধানে ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে। যারা কাজ করতে বের হচ্ছেন এরা আবার কাজ শেষে ক্যাম্পে ফিরে আসেন।

তিনি বলেন, সম্প্রতি ক্যাম্প ছাড়ার প্রবণতা আবার বেড়ে গেছে। যে কারণে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

যাদের উদ্ধার করা হয়েছে তাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।