ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছেলে হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলেন মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
ছেলে হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলেন মা

খুলনা: খুলনার কলেজছাত্র সৈয়দ আলিফ রোহান খুনের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে শিববাড়ির মোড়ে খুলনা ফুলতলার কলেজছাত্র আরিফ রোহানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছেলে হত্যার বিচার চেয়ে আর্তনাদ করতে থাকেন রোহানের মা রাবেয়া আক্তার।

‘আমি ফাঁসি চাই। আমি ফাঁসি চাই। আমার ছেলেকে যারা মারছে তাদের ফাঁসি চাই। কলেজের ভেতরে যারা আমার ছেলেরে খুন করেছে তাদের অবিলম্বে ফাঁসি চাই’। সন্তান হারা মায়ের এমন আর্তনাদে চৈত্রের তপ্ত রোদে ভারী হয়ে ওঠে খুলনার শিববাড়ি এলাকা।

ফুলতলা ও খুলনাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অ্যাডভোকেট তরিকুল হোসেন মিন্টুর সভাপতিত্বে রোহানের বাবা সৈয়দ আবু তাহের, পরিবারের সদস্য, স্থানীয় জনতা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

গত ৩১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আলিফ হোসেন নিহত হয়। পর দিন বিকেলে নিহতের বাবা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ফুলতলা থানায় পাঁচজনকে নামে ও আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ ফুলতলা বাজারের বাসিন্দা দীপক সাহার ছেলে মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহাকে (২১) গ্রেফতার করে। দীপ্ত সাহা গত ২ এপ্রিল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্ত’র দেওয়া ছুরি দিয়েই কলেজছাত্র সৈয়দ আলিফ রোহানের বুকের নিচে বাম পাশে আঘাত করে তাছিন মোড়ল। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাছিন মোড়ল।

তবে এজহার নামীয় ২ নম্বর আসামি ছাব্বির ফরাজি (২০) প্রাথমিকভাবে ১৬১ ধারা জবানবন্দিতে কিছু ঘটনা স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করে। ফলে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।