পিরোজপুর: পিরোজুপরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের রহমান শেখ ও লুৎফর শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে লুৎফর গ্রুপের লুৎফর রহমান (৬০), তার পুত্র শিপন শেখ (২৫), ভাই বেল্লাল শেখের স্ত্রী মনজু বেগম (৪০), বেল্লালের কন্যা ফারিয়া খানম (১৫), ভাই আব্বাস শেখ (৫০)। প্রতিপক্ষ রহমান গ্রুপের রহমানের মেয়ে রেহানা বেগম (৩০), সাব্বির হোসেন (১৯), সোনিয়া বেগম (২২), মাহিমা বেগম (৩০), চাঁদনী আক্তার (১৯), কাওসার শেখ (৪৫), সজীব শেখ (২৬), তানভীর শেখ (১৬), রবিউল ইসলাম (২১), আল আমীন শেখ (২৭)।
বিবাদমান গ্রুপের লুৎফর রহমানে ছেলে মো. চঞ্চল শেখ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই দিন দুপুর আড়াইটার দিকে তাদের প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিত ভাবে তাদের (লুৎফর) বাড়িঘরে হামলা চালায়। এ সময় তাদের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।
প্রতিপক্ষ রহমান গ্রুপের আহত মো. রবিউল ইসলাম জানান, ওই দিন তাদের প্রতিপক্ষের লুৎফর গ্রুপ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায় তাদের পরিবারের ও আত্মীয়-স্বজনের মধ্য থেকে ১০ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুম্পা মুৎসুদ্দী জানান, সংঘর্ষে আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত লুৎফর, ফারিয়া ও ছাব্বির হোসেন নামে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এনটি