মৌলভীবাজার: জনপ্রতি মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন মৌলভীবাজার জেলার ৫৩ জন।
নিয়োগ পাওয়াদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান।
মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫৩ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করা হয়। এসপি মোহাম্মদ জাকারিয়া চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করে সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ এ তদন্ত) হাছান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) সুদর্শন রায়, ডিআইও-১ আব্দুল হাই এবং নিয়োগ বোর্ডের সদস্যরা।
সূত্র জানায়, গত ২২, ২৩ ও ২৪ মার্চ ২০২২ মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ পক্রিয়াটি সম্পন্ন হয়। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাচাই শেষে ৩৭৫ জন পুরুষ ও ৪১ জন নারী গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় অংশ নেন। এ পরীক্ষায় মোট ৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন এবং শনিবার মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা। মৌখিক পরীক্ষা শেষে নারী ও পুরুষ ৫৩ জন প্রার্থীকে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
এসপি মোহাম্মদ জাকারিয়া বলেন, টিআরসি নিয়োগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যার যে সিস্টেম চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
তিনি আরও বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমরা তিনটি পদ্ধতি অনুসরণ করে বাঁচাই করেছি। প্রাথমিক পর্যায়ে তিন দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই করে ১ হাজার ৮৫৬ জন থেকে ৩৭৫ জন বাঁচাই করি। সেখান থেকে ৮৩ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে নারী ও পুরুষ ৫৩ জন প্রার্থীকে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
বিবিবি/এসআরএস