ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পুলিশের হাতে ধরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পুলিশের হাতে ধরা!

কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী।

আটক ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার।

জানা যায়, শনিবার বিকেলে কান্দিরপাড়ের টাউন হলে গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। পরে জানতে পারেন সোলেমানের ব্যবহৃত ব্যক্তিগত অ্যান্ড্রয়েড ফোনটি ছিনতাই হয়ে গেছে। এতে চত্বরে তাৎক্ষণিক অভিযান চালান ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার। অল্প সময়ের মধ্যেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন তারা।

ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার জানান, ছিনতাই হওয়ার বিষয়টি শুনে ধারণা করি ছিনতাইকারী আশেপাশেই আছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জানতে পেরেছি শামিম নগরীর বাগিচাগাঁও থাকে। ছিনতাই হওয়া মোবাইলটি আমরা ভুক্তভোগী সোলেমানের হাতে দিয়েছি। ছিনতাইকারীকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।