ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০০ জন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইত গ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য পিনা নেকলা। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম।

বাবা উদাস চিসিম কৃষি কাজ করে সংসার চালান। যা আয় করেন তা দিয়ে সংসার ভাল ভাবে চলে না। পিনা নকমার ইচ্ছে ছিল নিজে কিছু করে পরিবারের পাশে দাঁড়ানো। সেই ইচ্ছা থেকে অনলাইনের মাধ্যমে ১২০ টাকা জমা দিয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদন করেন। কিন্তু বিনা ঘুষে চাকরি হবে কখনও কল্পনাও করেননি তিনি। এরপর  শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হন। পরে তাকেসহ ১০০ পুলিশ সদস্যকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। শুধু তিনি নন, টাঙ্গাইল জেলায় তার মতো সরকার নির্ধারিত ফি ১২০ টাকার বিনিময়ে চাকরি হয়েছে৮৭ জন পুরুষ ও ১৩ নারীর।

জেলা পুলিশ সূত্র জানায়, ১০০ পদের বিপরীতে মোট ৩ হাজার ৭২২ জন আবেদন করেছিলেন। ২০ মার্চ থেকে যাচাই বাচাই শুরু হয়। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে শনিবার রাতে লিখিত ও মনস্তাত্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিক্যাল টেস্ট করা হবে। পরবর্তীতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে চূড়ান্ত মেডিকেল টেস্ট করিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ প্রমুখ।

পিনা নেকলা বলেন, ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল পরিবার, সমাজ ও দেশের মানুষের জন্য কিছু করার। সেই ইচ্ছা থেকে পুলিশে আবেদন করি। অনেকের কাছে শুনেছি ঘুষ ছাড়া পুলিশে চাকরি হয় না। তবে ঘুষ ছাড়াও যে পুলিশে চাকরি হয় তার প্রমাণ আমি নিজেই। আগামীতে দেশের স্বার্থে মানুষের সেবা করার জন্য সবার দোয়া চাই।

পুলিশ সদস্য কনস্টেবল পদে চাকুরি পাওয়া সদর উপজেলার শাকিল আহমেদ বলেন, অনেকেই বলতো পুলিশের চাকরি পেতে লাখ লাখ টাকা ঘুষ লাগে। তারপরও দৃঢ় মনোবল নিয়ে আবেদন করে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি। আমি যে রকম বিনা পয়সায় চাকরি পেয়েছি, সে রকম আমিও টাকা ছাড়া মানুষকে সেবা দেব। এ জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

শাকিলের মা সাহিদা বেগম বলেন, খুব কষ্টে মানুষ হওয়া আমার ছেলেটি পুলিশের চাকরি পেয়েছে। এতে আমি খুব খুশি। আমার শাকিল যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

নাগরপুরের মোকনা গ্রামের আরিফ হোসেন বলেন, গত মাঠেও আমি ওয়েটিং লিস্টে ছিলাম। এবার চাকরি পাওয়ায় আমি খুবই খুশি। সরকার নির্ধারিত ফি ছাড়া আমার একটি টাকাও খরচ করতে হয়নি। গতবার ভেবেছিলাম ঘুষ না দেওয়ায় হয়তো আমার চাকুরি হয়নি। এবার চাকুরি পাওয়ার পর প্রমাণ হলো পুলিশের চাকরিতে কোনো ঘুষ লাগে না।

সখীপুরের লাবন্য সরকার বলেন, পরিবারের হাল ধরতে আমার একটি চাকরি খুব প্রয়োজন ছিলো। পুলিশের এই চাকুরিটি আমার জন্য অনেক উপহার হয়েছে। এখন পরিবারের পাশাপাশি দেশের মানুষের পাশেও দাঁড়াতে পারব।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আইজিপি স্যারের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মও  স্বচ্ছ প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, শুধু টাঙ্গাইল জেলা নয়, সারাদেশেই পুলিশ সদস্য নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে। মেধার ভিত্তিতেই যাচাই বাছাই করা হয়েছে। মানুষের ধারণা ভুল প্রমাণ হয়েছে। নিয়োগ পরীক্ষার আগে থেকেই প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।