ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাহাড়ে বর্ষবরণ উৎসব উপলক্ষে ত্রিপুরাদের র‌্যালি

‍স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
পাহাড়ে বর্ষবরণ উৎসব উপলক্ষে ত্রিপুরাদের র‌্যালি

খাগড়াছড়ি: আগামী ১২ এপ্রিল শুরু হবে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। ত্রিপুরারা ‘বৈসু’ উৎসব নামে চৈত্র সংক্রান্তি থেকে তিনদিন উৎসবটি পালন করে থাকেন।

সেই উৎসবের আমেজ ছড়িয়ে দিতে খাগড়াছড়ির ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ রোববার (১০ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করে। বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদ এর আয়োজন করে।

উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক, পুলিশ সুপার আব্দুল আজিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, বাংলাদেশ ত্রিপুরা উন্নয়ন সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ণিল পোশাকে ত্রিপুরা জনগোষ্ঠীর তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ অংশ গ্রহণে র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে এসে শেষ হয়। এসময় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ‘গড়াইয়া নৃত্য’ পরিবেশন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।