খাগড়াছড়ি: পার্বত্য অঞ্চলের বৃহত্তর সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শান্তি চুক্তি পরবর্তী অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য শুভ মঙ্গল চাকমা এবং অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য রবি শংকর তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক মেজর মাসুদুর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯২ জন স্বাভাবিক জীবনে প্রত্যাগত অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এডি/কেএআর