ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে গৃহহীন ৭ পরিবারকে বাড়ি হস্তান্তর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
মৌলভীবাজারে গৃহহীন ৭ পরিবারকে বাড়ি হস্তান্তর

মৌলভীবাজার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু এবং গৃহহীন অসহায় মানুষের জন্য টেকসই গৃহ নির্মাণ কার্যক্রম।

রোববার (১০ এপ্রিল) আইজিপি বেনজীর আহমেদের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চ্যুয়ালী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সারাদেশের মতো মৌলভীবাজারেও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে জেলার সাতটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হয়েছে এবং সাত থানার অফিসার ইনচার্জদের মাধ্যমে ৭টি গৃহহীন পরিবারের কাছে আধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব ও টেকসই বাড়ি নির্মাণ করে তা হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।