ঢাকা: রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে একটি বাসা থেকে খালেদা ইসলাম সুমা (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে ফকিরাপুলের চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই ভবনের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, সুমার বাবা ডা. খাদেমুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। ফকিরাপুলের বাড়িটি তাদের। প্রায় ১০ থেকে ১২ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এ বাসাটিতে তিনি একাই থাকতেন।
শহিদুল আরও জানান, রেখা ও মনোয়ারা নামে দুই নারী তার বাসায় কাজ করেন। রোববার (১০ এপ্রিল) রাতে মনোয়ারা কাজ শেষে বেলা ১১টার দিকে চলে যান। দুপুর ২টার দিকে রেখা নামে আরেক নারী ওই বাসায় কাজ করতে আসেন। এ সময় বাইরে থেকে দরজা নক করলে কোনো সাড়া শব্দ না পেয়ে বিকল্প ব্যবস্থায় দরজা খুলে বিছানায় মৃত অবস্থায় সুমাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোনাক্কা খাতুন বাংলানিউজকে জানান, বিকেলে খবর পেয়ে ফকিরাপুলের ওই বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই মোনাক্কা।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এজেডএস/আরআইএস