ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চার মিশনে রদবদল আনছে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
চার মিশনে রদবদল আনছে সরকার

ঢাকা: বিদেশের চারটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিশনে রদবদল আনছে সরকার। এই চার মিশন হলো- ওয়াশিংটন, দিল্লি, ক্যানবেরা ও জেনেভা।

এসব মিশনে রদবদল আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হচ্ছে। আর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হতে পারে। আর ক্যানবেরায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ সুফিউর রহমানকে জেনেভা মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

মিশনে রাষ্ট্রদূতদের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া। তবে এই চার মিশনে রদবদলের প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। অফিসিয়ালি রদবদল চূড়ান্ত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।