ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
টাঙ্গাইলে রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসাড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর রেল লাইনের পাশ থেকে গোবিন্দ চন্দ্র আর্য্য (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।

তিনি উপজেলার নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে।

গোবিন্দর চাচাতো ভাই আপন আর্য্য জানান, বিকেলে গোবিন্দ ও কয়েকজন স্বজন তার বাসায় খাওয়াদাওয়া করেন। পরে সন্ধ্যায় সবাইকে বিদায় দিয়ে গোবিন্দ কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যানতে পারেন রেল লাইনের পাশে গোনিন্দর মরদেহ পড়ে আছে। পরে সেখানে গিয়ে হাত-পা ভাঙ্গা অবস্থার তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে কেউ হত্যা করে তার মরদেহ রেললাইনে ফেলে রেখেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মরদেহটি রেল লাইনের পাশে থাকায় বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।