ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিসা কারখানা উচ্ছেদ, এলাকাবাসীর স্বস্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
সিসা কারখানা উচ্ছেদ, এলাকাবাসীর স্বস্তি 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে গড়ে ওঠা সিসা কারখানায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ১১ এপ্রিল (সোমবার) দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘেষা সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মধ্যের চর গ্রামের বেনাস লেকভিউতে গড়ে ওঠা পাঁচটি  কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক এবং তাকে সার্বিক সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কারখানাগুলো মুন্সীগঞ্জ জেলার ভেতরে হলেও এর ভুক্তভোগী ছিলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মানুষ। কারখানাগুলোতে সারারাত পোড়ানো হতো ব্যাটারিসহ বিষাক্ত সব জিনিসপত্র। পোড়া বিষাক্ত সিসা কৃষকের শাক-সবজি,ঘাষসহ পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে আসছিল। সন্ধ্যার পর  সিসা গালানো শুরু হলে বাতাসে বিষাক্ত সিসার গন্ধে এলাকায় থাকা কঠিন হয়ে উঠেছিল।

বারবার অভিযোগ ও কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেও এলাকার কিছু প্রভাবশালীর কারণে বন্ধ করা যায়নি ক্ষতিকর এসব কারখানা।

গরুর খামারি মঞ্জুর মিয়া জানান, আমার ২০ লিটার দুধ দেওয়া গরুটা ঘাষ খাওয়ার পর বিষক্রিয়ায় মারা যায়। যার বাজার মূল্য ছিল প্রায় আড়াই লাখ টাকা।

 দক্ষিণ কেরানীগঞ্জ থানা কোন্ডা ইউনিয়ন নতুন বাক্তারচর গ্রামের একাধিক গরু খামারি বাংলানিউজকে জানান, এই সিসা কারখানাগুলোর কারণে এলাকায় কোনো আবাদ হয় না, গাছগুলো মারা যাচ্ছে, ঘরের টিন নষ্ট হচ্ছে। সিসাযুক্ত ঘাষ খেয়ে পাঁচ-সাতটি গরু-ছাগলও মারা গেছে। এর মালিক এলাকায় প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় তাকে বারবার বলেও কাজ হয়নি। কারখানাগুলো ভেঙে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের এক উপপরিচালক উচ্ছেদের ব্যাপারটি নিশ্চিত করেছেন এবং বলেছেন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।