ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈসাবি উদযাপনে রাজধানীতে র‌্যালি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
বৈসাবি উদযাপনে রাজধানীতে র‌্যালি

ঢাকা: করোনার কারণে দু’বছর পর পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদযাপনে রাজধানীতে র‌্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।  

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে র‌্যালিটি বের হয়ে রমনা পার্কের লেকে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। র‌্যালিতে অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে সবার সুখ-শান্তি কামনা করেন।

এছাড়া র‌্যালিতে অংশ নেন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন) কামরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সতেন্দ্র কুমার সরকার, অতিরিক্তি সচিব (সমন্বয়) আবুল কালাম খান প্রমুখ।

ঢাকায় বসবাসরত তিন পার্বত্য জেলার ত্রিপুরা, মারমা ও চাকমারা বৈসাবির সাজে এতে অংশ নেন। রমনা পার্কের লেকে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখগুলোকে বিসর্জন দেন তারা।  

উৎসবে অংশ নেওয়া সাইমুং বাংলানিউজকে বলেন, আমরা প্রতিবছর পুরাতন বছরকে বিদায় দিই, নতুন বছরকে স্বাগত জানাই। গ্রামাঞ্চলে গতকাল উৎসব পালিত হয়েছে। ঢাকায় আজকে পালিত হচ্ছে। অতীতের সব দুঃখ ভুলে গিয়ে আমরা নতুন দিনকে বরণ করি যেন সবকিছু সুন্দর হয়।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে টিএসসি পর্যন্ত বৈসাবি র‌্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।