ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
বাড্ডায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

মঙ্গলবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. ফারুক হোসেন, গাড়ির চালক মো. সুমন ও মো. জয়নাল হোসেন।

গতকাল সোমবার উত্তর বাড্ডা থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদে জানা যায় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার হাজী সিরাজ মার্কেটের সামনে অবস্থান নেওয়া হয়। পরে প্রাইভেটকারটি থামিয়ে ফারুক, সুমন ও জয়নালকে গ্রেফতার করা হয়। আর ওই প্রাইভেটকার হতে জব্দ করা হয় ৫০ কেজি গাঁজা।

বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।