ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত

ফেনী: ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।  

সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল মোতাহেরকে মৃত ঘোষণা করেন ও আহত কনস্টেবল আসাদুল ইসলামকে ওই হাসপাতালে করেন। তারা দুইজন ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।  

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আবদুস সামাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে চালিয়ে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে তিনটার দিকে রামপুর এলাকার ঢাকামুখি লেনে একটি কাভার্ডভ্যান (নং ঢাকা মেট্রো ট ২০-০৭২৯) পেছনের দিক থেকে পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপভ্যানটি পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ভ্যানে কর্তব্যরত ২ কনস্টেবল আহত হয়।  তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন এবং কনস্টেবল আসাদুলকে হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।