ঢাকা: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে—এ ধরনের প্রচারণার সমালোচনা করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা দুঃখজনক।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান অর্থনৈতিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘খুব উষ্মার সঙ্গে বলতে হচ্ছে—আমরা এতবার প্রমাণ করেছি আমরা পারি এবং এরপরেও এই আশঙ্কা প্রকাশ করছেন, তারা যে ভুল প্রমাণিত হয়েছেন, এজন্য তারা কতটুকু লজ্জিত হবেন? আমার শুধুমাত্র সেই প্রশ্নটা থাকা উচিত। ’
‘আমি বারবার বললাম, এটা হলে এই ভুল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আর প্রতিবারই যদি আপনি ভুল প্রমাণিত হন—তাহলে তো আপনার লজ্জা পাওয়া উচিত। ’
মুখ্য সচিব বলেন, ‘দুঃখ বলতে পারেন। প্রায় এক যুগ আগে থেকে বাংলাদেশে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। হায় হায় একটা রব তৈরি করা। ’
আহমদ কায়কাউস বলেন, ‘যারা আজকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন—এরচেয়ে দুঃখজনক আর কিছু নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বহু দূরে আছে। বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার মতো লজ্জাকর বিষয় আর কিছুই হতে পারে না। ’
আওয়ামী লীগ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচার-বিশ্লেষণ করে নিয়েছেন বলে জানান মুখ্য সচিব।
আহমদ কায়কাউস বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য উনি (প্রধানমন্ত্রী) আজ তিন ঘণ্টা সময় ব্যয় করেছেন। প্রতিটি তথ্য-উপাত্ত উনি নিজে বিশ্লেষণ করেছেন। ’
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আগেও বলেছি বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সুযোগ নেই। কিন্তু তিনি নিজে প্রতিটি তথ্য-উপাত্ত ঘেঁটে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, ঠিকই বলেছো। তার আগে কিন্তু বলেননি। এটিই আমাদের প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য। ’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে একমত প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ‘যারা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে তুলনা করে তারা বাংলাদেশকে হেয় করে। কোনোভাবেই এটা তুলনা করার কোনো কারণ নাই। ’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি ভিন্ন এ বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে অর্থ সচিব বলেন, ‘আমাদের বৈদেশিক যে ঋণ আছে তা জিডিপির মাত্র ১২ শতাংশ। যেটা শ্রীলঙ্কার হলো প্রায় ৪৮ শতাংশ। শ্রীলঙ্কা যে ঋণটা করেছে বিদেশ থেকে তার সুদের হার হলো গড়ে ৭.৫ শতাংশ। আর আমরা যে বিদেশ থেকে ঋণ এনেছি তার সুদের হার হলো ১.৪ শতাংশ। ’
‘এই সব তথ্য-উপাত্ত থেকে আমরা বলতে চাচ্ছি, আমাদের দেশের সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, তার সঙ্গে বা পাকিস্তান কারো তুলনা করতে চাই না। আমরা আমাদের নিজস্ব গতিতে এগিয়ে চলছি। ’
অর্থ সচিব বলেন, ‘একটা দেশ দেউলিয়া হয় কখন, যখন সে তার ঋণ শোধ করতে পারে না। আমাদের যে ঋণ আছে আগামী ৫-১০ বছরও যদি ধরি তাহলে ঋণ পরিশোধে কোনো একটা ইনস্টলমেন্ট ফেইল করার সম্ভাবনা নেই। ’
আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়াতে চারটা বড় ইকোনমি। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। চারটার তথ্য-উপাত্ত যদি আপনারা দেখেন, এখানে জিডিপিতে ভারত আমাদের চেয়েও বড়। দ্বিতীয় আমরা, তৃতীয় পাকিস্তান ও চতুর্থ শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কার জিডিপির চেয়ে বাংলাদেশের ডিজিপি বড়। বাংলাদেশ যে এক্সপোর্ট করে, শ্রীলঙ্কা ও পাকিস্তান যে এক্সপোর্ট করে- এ দুটোর যোগফলের চেয়ে বেশি বাংলাদেশ এক্সপোর্ট করে। আপনি যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেখেন, সেখানেও এই দুই দেশের দ্বিগুণ রিজার্ভ আমাদের কাছে আছে। ’
বাংলাদেশের অগ্রসরমান অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে অর্থ সচিব বলেন, ‘আমাদের গত অর্থবছরে প্রায় ৬.৯৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগামী অর্থবছরে এটা ৭.২ এর ওপরে থাকবে বলে আমরা আশাবাদী। ’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি যে আলাদা তার তুলনামূলক চিত্র তুলে ধরে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
এর আগে সকালে গণভবনে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগ ‘offshore Tax Amnesty’ এবং ‘শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সামস্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক উপস্থাপনা অবলোকন করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমইউএম/এনএসআর