ঢাকা: রোমানিয়া থেকে কন্স্যুলার টিম আগামী ১৫ এপ্রিল ঢাকায় আসছে । তারা আগামী ১৭ এপ্রিল থেকে ভিসার কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
রোমানিয়া যেতে আগ্রহীদের ভিসার ফাইল জমা দেওয়ার জন্য কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের ছয়তলায় তাদের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে। রোমানিয়ার ভিসা দিতে ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩ হাজার ৪শ মুলতবি ভিসাসহ প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে।
কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
টিআর/এএটি