ঢাকা: বিভিন্ন দাবিতে রেলের রানিং স্টাফ কর্মচারীদের ধর্মঘট নিরসনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সচিব হুমায়ুন কবির।
পূর্ব নির্ধারিত মাইলেজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।
কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য রেলমন্ত্রী এবং সচিবসহ কর্মকর্তারা কমলাপুর স্টেশনে গেছেন বলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি এতথ্য জানানোর সময় কমলাপুরে অবস্থান করছিলেন মন্ত্রীসহ কর্মকর্তারা।
তিনি বাংলানিউজকে বলেন, আলোচনার জন্য মন্ত্রী প্রস্তুত আছেন।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমআইএইচ/এসআইএস