ঢাকা: রেলের রানিং স্টাফরা বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সচিব হুমায়ুন কবির।
পূর্ব নির্ধারিত মাইলেজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার পরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্দোলন প্রত্যাহার করে নেন রেল কর্মচারীরা।
রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ন-সম্পাদক সাইদুর রহমান বলেন, রেলমন্ত্রী যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছেন। আমিও নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছি। আন্দোলনরত সবাই আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমএমআই/এসআইএস