রাঙামাটি: পাহাড়ে বৈসাবির দ্বিতীয় দিনে রাঙামাটিতে আজ পালিত হচ্ছে মূল বিজু। বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উৎসবের প্রথম দিনে গতকাল ফুল বিজুতে ফুল ভাসানোর পর চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায় আজ মূল বিজু পালন করছে।
এদিনে শুধু চলবে অতিথিদের আপ্যায়ন। মূল আকর্ষণ পাঁচন (পাঁজন)। ঘরে ঘরে রান্না হচ্ছে পাঁচন। ২০ থেকে ৪০ প্রকারের সবজি মিশিয়ে রান্না করা হয় এই পদ। বিজুর দিনে দলবেঁধে সবাই বাড়ি বাড়ি ঘুরে পাঁচনসহ নানা খাবার গ্রহণ করবে। মেতে উঠবে আনন্দ উৎসবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ বরণের দিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা অর্চনা করা হবে। বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উপলক্ষে শেষ দুই দিনে চলবে মারমাদের জল উৎসব। এর মধ্য দিয়ে শেষ হবে বৈসাবি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
আরএ