সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তের কালিয়ানী ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৩ এপ্রিল) সকালে জব্দকৃত গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা বিজিবির-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-মাহমুদ বাংলানিউজকে জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রূপার গহনা আসছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কালিয়ানী বিওপির সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দু’টি ব্যাগ ভর্তি রূপার গহনা বাগানের ঝোপ-ঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সেখান থেকে একটি ব্যাগ থেকে রূপার ১২ কেজি গহনা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসআরএস