ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে হোটেলে ব্যবসায়ীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
সিলেটে হোটেলে ব্যবসায়ীর মরদেহ

সিলেট: সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের লালবাজারের হোটেল আল মিনারের ৪র্থ তলার ৪১৪ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন খালেদ আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার খাটখাই গ্রামের উনু মিয়ার ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, খালেদ আহমদ ব্যবসার কাজে মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলে অবস্থান করেন। বুধবার দুপুরে তাকে ডাকাডাকি করা হলেও সাড়া শব্দ মিলেনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পিবিআই ঘটনাস্থল থেকে মরদেহের আলামত সংগ্রহ করেছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।