সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় বাজার তদারকি অভিযানে বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গঞ্জের নলকা, উল্লাপাড়ার পাঁচলিয়া ও জেলা সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, তরমুজের পাকা রশিদ না থাকায় নলকার এক ব্যবসায়ীকে পাঁচ হাজার, পচা খেজুর বিক্রির দায়ে পাঁচলিয়ায় এক ফল ব্যবসায়ীকে পাঁচ হাজার, মূল্য তালিকা না থাকায় রড-সিমেন্টের এক ব্যবসায়ীকে তিন হাজার ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় জেলা সদরের কড্ডার মোড়ে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসআরএস