ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাইম হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
নাইম হত্যার ঘটনায় গ্রেফতার ৪ ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের গুলিতে সাবেক সংবাদকর্মী ও সোর্স নিহতের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারদের মধ্যে দু’জন এজাহার নামীয় ও দু’জন অজ্ঞাতনামা আসামি। শুক্রবার সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

এদিকে ১৪ এপ্রিল মহিউদ্দিন সরকার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজন নামীয় ও অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)।

উল্লেখ্য, গত বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।