ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সন্তানকে জখমের চেষ্টা, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
সিদ্ধিরগঞ্জে সন্তানকে জখমের চেষ্টা, থানায় মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়িতে প্রবেশ করে সন্তানকে চাকু দিয়ে জখমের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাইনাদী নতুম মহল্লার আল কারীম টাওয়ারে এ ঘটনা ঘটে।



শনিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মো. মুন্না (২৩) নামে একজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. মুন্না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বেলায়েত হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাসার কলিং বেল বাজায় মুন্না। তখন ভিকটিমের ছোট ছেলে মো. তাওহিদুর রহমান (১১) তার প্রাইভেট শিক্ষক এসেছে ভেবে দরজা খুললে গামছা দিয়ে মুখ বাধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে দেখতে পায়। তখন অজ্ঞাত ওই ব্যক্তি তাদের বাসার ভেতর প্রবেশ করে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার ছেলে তাওহিদুর রহমানকে আক্রমণ করে।  তার স্বামী মো. হাবিবুর রহমান (৫০) ছেলেকে বাঁচাতে তাৎক্ষণিক চাকুটি ধরে ফেলে এবং এর ফলে তিনি গুরুতর রক্তাক্ত যখম হয়। তখন তারা চিৎকার করলে আশেপাশের লোকজন অভিযুক্তকে মারধর করে। মারধরের তার মাথা ফেটে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।