ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ঈদের প্রধান জামাত ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
না.গঞ্জে ঈদের প্রধান জামাত ৮টায়

নারায়ণগঞ্জ: করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

শুক্রবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ঈদ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, ঈদগাহে সকাল ৮টার প্রধান জামাতে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ইতোমধ্যে বাঁশের খুঁটি বাঁধা ও ত্রিপল টানানোর কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। ঈদের দিনে বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে। চাঁদ রাতের মধ্যে ঈদগাহ ধোয়া-মোছাসহ ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯ টায়। নারায়ণগঞ্জবাসীর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। দুই বছর পর ঈদের নামাজ আদায় করছি আমরা, সবাই আনন্দিত। ঈদকে কেন্দ্র করে যারা ঈদগাহে নামাজ আদায় করতে আসবেন সকলে শুধুমাত্র জায়নামাজ বহন করতে পারবেন। জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ বহন করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।