ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২, ২০২২
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে সোমবার ঢাকার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়| ছবি: তামিম হাসান

ঢাকা: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (০২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদুল ফিতরের ঘোষণা দেওয়া হয়।

রোববার সন্ধ্যায়ও রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল।

ওই সভায় বলা হয়, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী মঙ্গলবার (৩ মে) থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।