ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে হাতেনাতে ডাকাত সর্দারকে ধরলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ৮, ২০২২
নারায়ণগঞ্জে হাতেনাতে ডাকাত সর্দারকে ধরলো পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময় ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার বিশনন্দী ফেরীঘাট সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ফেরার পথে ঘটনাস্থলে মাইক্রোবাস থামায় ডাকাত দল। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় তারা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমানের গাড়ি ঘটনাস্থল অতিক্রমের সময় দৌড়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ৫ রাউন্ড গুলিও ছুড়েন তিনি। পরে ৫ সদস্যের ডাকাত দলের ৪ জন পালিয়ে গেলেও ডাকাত সর্দার আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে সেলিমা মিয়াকে (৩৬) গ্রেফতার করতে সক্ষন হন ওসি।

এদিকে এ ঘটনায় মাইক্রোবাস চালক বাদী হয়ে ৫ ডাকাতের নামে মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থল থেকে ৩টি বড় ছুরি, লুট হওয়া ২৭শ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ০৮, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।