ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে তেলের দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ১৬, ২০২২
শিবচরে তেলের দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বেশি দামে তেল বিক্রি ও মজুদ করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ মে) দুপুর ১টার দিকে শিবচর পৌর বাজারে মাদারীপুর জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি সয়াবিন তেল কোম্পানির পরিবেশক মেসার্স সাকিল স্টোরের মালিক সামসুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার মালিকানাধীন তেলের গুদাম থেকে জব্দ করা হয় দুই হাজার ৯১৮ লিটার তেল। পরে জব্দকৃত সয়াবিন তেল তার উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।