ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরদের হামলায় মাথা ফাটল আরেক কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২২
কিশোরদের হামলায় মাথা ফাটল আরেক কিশোরের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরদের হামলায় মোহাম্মদ উল্লাহ শুভ (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৯ মে) সন্ধ্যায় সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের গৌরীনগর গ্রামের নবী উল্যার পোলের উপর এ ঘটনা ঘটে।

শুভ গৌরীনগর গ্রামের আমিন উদ্দিন পাটোয়ারী বাড়ির কৃষক নুরুল হকের ছেলে এবং পৌর ১১ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র।

হামলাকারীরা হলেন একই এলাকার জিদান, রশিদ ও ইমন। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং এলাকায় কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা।

শুভ জানায়, সে বাইসাইকেলে করে গৌরীনগর নবী উল্যার পোলের কাছে এলে জিদান, রশিদ ও ইমন তাকে এলোপাতাড়ি ক্রিকেট খেলার স্ট্যান্ড দিয়ে মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শুভ আরও জানায়, হামলাকারীরা আগেও তাকে একবার মারধর করেছে। ওই সময় হামলাকারীদের এলাকায় প্রবেশে শুভকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু সে নিষেধাজ্ঞা না মানায় পুনরায় হামলার শিকার হতে হয়েছে।

শুভর চাচি খদিজা বেগম বাংলানিউজকে বলেন, তুচ্ছ কারণে শুভকে বেধড়ক মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।