ঢাকা, বৃহস্পতিবার, ৭ ভাদ্র ১৪৩১, ২২ আগস্ট ২০২৪, ১৬ সফর ১৪৪৬

জাতীয়

পোস্তগোলায় চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুন ৯, ২০২২
পোস্তগোলায় চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইনের পোস্তগোলা এলাকায় একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (০৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাজাহান শিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ১১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসে। এরপর রাত ১১টা ৩০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট কাজ শুরু করেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা জুন ০৮, ২০২২
এসজেএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।