ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

রামুতে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
রামুতে ট্রাকচাপায় পথচারী নিহত ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের রামুতে কোরবান আলী (২৮) নামে এক পথচারী ট্রাকচাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কোরবান রামুর খুনিয়াপালং ইউনিয়নের খরুলিয়ারছড়া এলাকার নুরুল আলমের ছেলে।  

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ওই বাজার সংলগ্ন ব্রিজের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন কোরবান। এ সময় কক্সবাজারমুখী একটি ট্রাকচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।