ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদের পর প্রথম যানজট দেখল রাজধানীবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
ঈদের পর প্রথম যানজট দেখল রাজধানীবাসী

ঢাকা: ঈদের দুই দিন (৮ জুলাই) আগে থেকে ফাঁকা হতে শুরু করে ঢাকা। রাজধানীর চিরচেনা যানজট তারপর উধাও হতে শুরু করে।

৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিন রাজধানীতে ছিল না কোনো যানজট।

বৃহস্পতিবার (১৪ জুলাই) অফিস শেষ হওয়ার মুহূর্ত থেকেই সেই চেনা যানজটের দেখা মিলতে শুরু করেছে রাজধানীর ব্যস্ততম মোড়গুলোতে।

রাজধানীর বিজয় স্মরণী, রামপুরা, ফার্মগেট, বনানী, মহাখালী, সায়েন্স ল্যাব মোড়ে হালকা থেকে মাঝারি আকারের যানজট দেখা দেয়।  

সবচেয়ে বেশি যানজট ছিল বিজয় স্মরণীতে। বিজয় স্মরণী মোড় পার হতে প্রতিটি যানবাহনকে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।

বিজয় স্মরণীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বলেন, এক সপ্তাহ পরে আজকে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে। সেজন্য বিজয় স্মরণী এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি আছে।

নিউ মার্কেট থেকে বিমানবন্দরে চলাচল করা বিকাশ পরিবহনের হেল্পার বলেন, এ কয়দিন জ্যাম ছিল না। আজকে থেকে দেখছি জ্যাম। বিজয় স্মরণীতেই একটু বেশি জ্যাম ছিল।


বাংলাদেশ সময়: ১৯১০, জুলাই ১৪, ২০২২ 
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।