ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের রেশন দেওয়ার বিষয়ে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
বীর মুক্তিযোদ্ধাদের রেশন দেওয়ার বিষয়ে আলোচনা

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের রেশন দেওয়া যায় কিনা তা পর্যালোচনা করতে বলেছে সংসদীয় কমিটি।

সোমবার (১৮ জুলাই) জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ২৭তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড, ডিজিটাল সার্র্টিফিকেট ও বিভিন্ন সুবিধাদি সম্বলিত বুকলেট প্রকাশ ও বণ্টনের অগ্রগতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের (২০২১-২০২২) অর্থবছরের আয়-ব্যয়ের খাতওয়ারি বিবরণী, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের সর্বশেষ অগ্রগতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠিত ৮ নং সাব-কমিটির প্রতিবেদন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের রেশন দেওয়া যায় কিনা তা পর্যালোচনা করা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২২টি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও সকল জেলার হাসপাতালে ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ তাগিদপত্র পাঠানোর সুপারিশ করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত ঋণের সার্ভিস চার্জ ৮ শতাংশ থেকে আরও কমিয়ে আনার বিষয়ে মন্ত্রণালয়কে বাংলাদেশ গ্রামীণ উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।

বৈঠকে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে প্রদত্ত বিভিন্ন সুবিধাদি সম্বলিত খসড়া বুকলেটের প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশ করা হয়েছে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে সাইট সিলেকশনের ক্ষেত্রে শহর অঞ্চলকে প্রাধান্য দিয়ে জমি অধিগ্রহণ করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।