ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মামুন হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক।

মামুন রাজশাহী গোদাগাড়ী উপজেলার আশরাফুল ইসলামের ছেলে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, মামুন নির্মাণ শ্রমিকের কাজ করতেন। দীর্ঘদিন চন্দ্রিমা উদ্যানের ৯ নম্বর রোডের ১৭ নম্বর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। থাকতেন ওই ভবনেই। দুপুরে ভবনটিতে কাজ করার সময় ছয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।

এসআই আরও বলেন, এ সময় আরও একজন শ্রমিক আহত হয়েছেন বলে শুনেছি। তবে তার সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। মামুনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।