ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
ভোলায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক

ভোলা: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তবে, জনজীবন স্বাভাবিক রয়েছে।


শুক্রবার (৫ আগস্ট) সকাল থেকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। জুমার নামাজ শেষে জেলার সব মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দল সদস্য নিহতের ঘটনায় ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত)-সহ ৩৬ পুলিশকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মো. আসাদুজ্জামান বলেন, মামলার আদেশ এখনো পুলিশের কাছে এসে পৌঁছায়নি, আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জনগণের নিরাপত্তায় প্রশাসন গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।