ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সার্বিয়া যেতে কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টে ভিসা লাগবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
সার্বিয়া যেতে কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টে ভিসা লাগবে না

ঢাকা: বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বাংলাদেশি কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের সার্বিয়া যেতে ভিসা লাগবে না।

একইভাবে সার্বিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদেরও বাংলাদেশে আসতে ভিসা লাগবে না।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে। সার্বিয়ার সঙ্গে চুক্তির ফলে কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট যাদের থাকবে, তাদেরকে পারস্পারিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে ভিসা নিতে হবে না।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।