ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন দুইজন।  

স্থানীয়দের অভিযোগ নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।

নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে ভদু (৪০)। আহতরা আত্মগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি চোরাচালান দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে ভদুর মৃত্যু হয়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দুইজন গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এখনও মরদেহের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, শিংনগর সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে তবে গুলিতে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত নই। ঘটনাস্থল ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হওয়ায় সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।