ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু প্রতীকী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মোরশেদ আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর শহরের কাছে হলদীবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোরশেদ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা।  

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুললাগামী রকেট মেইল ট্রেনটি হলদীবাড়ী রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোরশেদ। এ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।