ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের মাচান ভেঙে ৩ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের মাচান ভেঙে ৩ শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের মাচান ভেঙে নিচে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল করিম (৩০), রুবেল হোসেন (২৫) ও শাহরুখ (২০)।

তাদের সহকর্মী আব্দুল জব্বার জানান, তারা খিলগাঁওয়ের নন্দীপাড়া ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। আহত তিনজন ভবনের চারতলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন। হঠাৎ মাচান ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।