ঢাকা: নৌ দুর্ঘটনারোধে ৪ দাবি জানিয়েছে সেভ দ্য রোড। পঞ্চগড়ের করতোয়ায় ৪০ জনের বেশি নিহত হওয়ায় এই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী এ দাবি জানান।
যৌথ বিবৃতিতে বলেন, এটাই প্রথম নয়, এর আগে চলতি বছরেই এমন আরো ১১টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনার পর নৌমন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও নৌপুলিশ, নৌপথ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তা আর যথাযথভাবে পালন করেন না। যে কারণে নৌপথ থেকে যায় সবসময় আমাদের মতো নদীমাতৃক দেশের সাধারণ নাগরিকের মৃত্যুর কারণ হিসেবেই।
সেভ দ্য রোড নৌপথ দুর্ঘটনারোধে দাবিগুলো-
১. নৌপুলিশের প্রতিটি সদস্যকে স্ব স্ব দায়িত্ব যথাযথ পালন করতে হবে, একইসঙ্গে নৌপরিবহন কর্তৃপক্ষকে নিতে হবে অহরহ ইঞ্জিন চালিত বাহনগুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত।
২. সারাদেশে ২৪ হাজার ১৪০ কিলোমিটার জলরাশির ৩১০টি নদীর মধ্যে এমন নদী পারাপারের ক্ষেত্রে সারাদেশে প্রয়োজন মাত্র ৩০২টি আধুনিক নৌ পরিবাহন, রাষ্ট্রীয়ভাবে এই নৌ পরিবাহন চালু করতে হবে।
৩. নৌপথকে দুর্ঘটনামুক্ত করতে সর্বস্তরের জনসাধারণ, নৌ পরিবাহন চালক-শ্রমিকদেরকে অবশ্যই অতিরিক্ত যাত্রী হওয়ার বা করার ব্যাপারে নিরুৎসাহিত করার জন্য সরকারি-বেসরকারিভাবে সচেতনতা ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে।
৪. নদী দখলমুক্ত করতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, নৌপ্রতিমন্ত্রী, নৌ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌ পুলিশের উচিত হবে ২৪ হাজার ১৪০ কিলোমিটার জলরাশির ৩১০টি নদীর মধ্যে ৩০২টি নৌ পরিবাহন রুট চালু করা।
সেভ দ্য রোড গত ১৫ বছর ধরে বলে আসছে- পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা দেওয়ার দাবিও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এনবি/এসআইএস