বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার খুন্না বাজারে এ অভিযান চালানো হয়।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যদের সহযোগিতায় অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহ শোয়াইব মিয়া জানান, বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমএস/আরবি