ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় ইউরিয়া সারের মধ্যে লুকানো ছিল ১০টি সোনার বার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
শার্শায় ইউরিয়া সারের মধ্যে লুকানো ছিল ১০টি সোনার বার

বেনাপোল (যশোর): শার্শা সীমান্ত এলাকায় ইউরিয়া সারের ব্যাগের ভেতর থেকে ১০টি সোনার বারসহ শাকিব হোসেন (১৯) নামে এক যুবকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ২৩৩ গ্রাম।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শার্শা থানাধীন রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে স্বর্ণের এ চালানসহ শাকিবকে আটক করা হয়।  

আটক শাকিব শার্শা থানাধীন গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।  

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্বর্ণের বড় একটি চালান রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে- গোপন সূত্রে এমন খবর পেয়ে রুদ্রপুর সড়কে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন হিসেবে শাকিব নামে এক যুবকের হাতে থাকা ইউরিয়া সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার পাওয়ায় তাকে করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।  

এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শাকিবকে শার্শা থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।