ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুণগত ও মানসম্পন্ন বীজআখ উৎপাদনে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
গুণগত ও মানসম্পন্ন বীজআখ উৎপাদনে কর্মশালা

ঝিনাইদহ: আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে গুণগত মানসম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।

এতে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী, সুগার মিলের কর্মকর্তারা অংশ নেন। দিনব্যাপী এ কর্মশালায় চিনি শিল্পের লোকসান বন্ধে ভালো জাতের আখবীজ উৎপাদন ও বিস্তার নিয়ে পরামর্শ দেওয়া হয়। কর্মশালায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান ভালো জাতের আখের বীজ উৎপাদন, সংগ্রহ ও বিস্তার নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।  
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।