ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলার অনুমোদন কমোডর গোলাম সাদেক -ফাইল ছবি

ঢাকা: নগরবাড়ীর দুটি ঘাটের ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

মামলায় গোলাম সাদেক ছাড়া অন্য আসামিরা হলেন, বিআইডব্লিউটিএ'র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানসহ সাবেক তিন উপ-পরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ।

এছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হচ্ছে। তারা হলেন- এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, আরিচার নগরবাড়ী, কাজিরহাট, নরাদহ নদী বন্দরের ইজারা দেওয়ার সময় কোনো নিয়ম-নীতি মানা হয়নি। এভাবে ২০২০-২১ এবং ২০২১-২২ এ দুই অর্থবছরে দুর্নীতির মাধ্যমে ইজারা দেওয়ায় সরকারের ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।