কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অটোরিকশার এক যাত্রী মারা যান। সেখানে অটোরিকশার অপর এক যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. নুর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এএটি