ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই জনপ্রতিনিধির বিরোধে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
দুই জনপ্রতিনিধির বিরোধে নিহত ১

হবিগঞ্জ: বানিয়াচং উপজেলায় দুই জনপ্রতিনিধির পূর্ব বিরোধের জের ধরে ঘটা এক সংঘর্ষে একজন সাধারণ বাসিন্দা নিহত হয়েছেন।

নিহতের নাম ইউসুফ মিয়া (৫৫)।

তিনি পূর্ব বাজুকা গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও পূর্ব বাজুকা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে ও একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জেরে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এর মাঝে পড়েন ইউসুফ মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের ঘটনা কীভাবে হলো সেটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকে পুলিশ অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।