ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক আমিরুল ইসলাম পালু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
মেহেরপুরের বর্ষিয়ান রাজনীতিক আমিরুল ইসলাম পালু আর নেই খন্দকার আমিরুল ইসলাম পালু

মে‌হেরপুর: মেহেরপুর সদর উপজেলার প্রথম চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার আমিরুল ইসলাম পালু (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডায়াবেটিস, কিডনিসহ ক্রনিক সিওপিডিতে ভুগছিলেন বর্ষিয়ান এই রাজনীতিক।  

মেহেরপুর শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় দিনযাপন করছিলেন তিনি। কয়েকদিন আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খন্দকার আমিরুল ইসলাম পালু মেহেরপুর পৌরসভার দুইবার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন। ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সদর উপজেলার প্রথম চেয়ারম্যান ছিলেন।

খন্দকার আমিরুল ইসলাম পালুর ভাতিজা রাজন খন্দকার জানান, আজ বুধবার বাদ আসর জানাজা শেষে শহ‌রের শেখপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।